Home ভিডিও পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভে চাকরিপ্রার্থীরা

পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভে চাকরিপ্রার্থীরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বুধবার সকালে পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কয়েকশো চাকরিপ্রার্থী।দ্রুত নিয়োগের দাবিতে এর আগেও বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা।দুর্নীতিগ্রস্তদের শণাক্ত করে দ্রুত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মেধা তালিকা প্রকাশের সময়ে রোল নম্বরের পাশাপাশি চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে- এই সব একাধিক দাবি লেখা পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। স্লোগান দিতে থাকেন, ‘এই অনাচার আর নয়…’।তাঁদের বক্তব্য, করোনা পরিস্থিতির দোহাই দিয়ে এইভাবে দীর্ঘদিন নিয়োগ বন্ধ রাখতে চলবে না। তাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বয়স একদিকে যেমন বেড়ে যাচ্ছে, তেমনি চাকরিতে নিয়োগ না করতে পেরে মনোবলও ভেঙে পড়ছে অনেকের। অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা গুলো নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩,৪২৭ জন

জমায়েতকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেকথা ভেবে আগে থেকেই প্রস্তুত ছিল টালিগঞ্জ থানার পুলিশ। পিএসসি ভবনের বাইরে পিকেট মোতায়েন ছিল আগেই।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

এর আগেও গত বছর অগাস্ট মাসে একই দাবিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পিএসসি দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে সেবার একটি স্মারকলিপিও দেওয়া হয়। ২০১৯ সালের আইসিডিএস, নক্লার্কশিপ, মিসলেনিয়াস ও ডব্লিউ বিসিএস গ্রুপ সিওডি পরীক্ষার মেধা তালিকা দ্রুত প্রকাশের দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা।
পাশাপাশি, জুনিয়র ইঞ্জিনিয়ার্স, কেপিএস, ফায়ার অপারেটর্স, লাইভ স্টক ডেভেলপমেন্ট, স্কুল এসআই, ফুড এসআই-সহ বিভিন্ন পদে দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।সমস্ত নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে সম্পন্ন করার দাবিও করা হয়েছে এদিনের বিক্ষোভ থেকে।

Topics

PSC  Agitation  Employment Administration Kolkata

 

Related Articles

Leave a Comment