কলকাতা টুডে ব্যুরো:”আর মন্ত্রী হয়ে কি মন্ত্রিসভার অবস্থা তো ভাঁরের মা ভবানী। যারা মন্ত্রী হয়েছেন ভালো কথা তবে তারা কি নিজেদের মন্ত্রীর অধিকার প্রয়োগ করতে পারবেন কারণ এই দলে শুধুমাত্র একটাই পোস্ট বাকি সব লাম পোস্ট “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদারের দিন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বললেন ,”যেই আসুক তার কাজ হচ্ছে চুরি করতে হবে। এখন নতুন যারা এসেছেন তাদের নতুন ভাবে চুরি করতে হবে।”তিনি বলেন ,”ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করলেও সেটাই সফল হবে না। মন্ত্রিসভায় রদ বদলের মূল কারণ হল দৃষ্টি ঘোরানো রাজ্যে যা হচ্ছে সে সমস্ত বিষয় থেকে দৃষ্টি ঘোরাতেই মন্ত্রিসভার রদবদন করা হয়েছে।”
সি আই ডি কর্তাদের দিল্লি পুলিশদের বাধা দেওয়ার প্রসঙ্গে এদিন সুকান্ত বললেন,” খেলা কখনো একপক্ষে হয় না সকলের মনে আছে রাজীব কুমারের বাড়িতে তদন্তকারীরা আশায় তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল।”
Topics
Sukanta Majumdar BJP TMC Administration Kolkata