Home ভিডিও পূজো ফুটবলে শারদ উৎসবের বোধন

পূজো ফুটবলে শারদ উৎসবের বোধন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: আমাদের কল্লোলিনী তিলোত্তমা কলকাতা । আর কলকাতা মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা , আর কলকাতা মানে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল । আচ্ছা যদি বাঙালির এই দুই প্রিয় জিনিস কে এক জায়গায় আনা যায় তাহলে কেমন হয় ? দারুন হয় তাই না !
আর বাঙালির সব থেকে প্রিয় এই দুই উৎসবের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে দেখাল আইএফএ এবং ফোরাম ফর দুর্গোৎসব।০৪অক্টোবর ২০২১ সোমবার দেশপ্রিয় পার্কে হয়ে গেলো পূজো ফুটবলের শুভ সূচনা। সর্বমোট ৬টা জোন থেকে ৩২ টা ক্লাব অংশগ্রহণ করছে “পূজো ফুটবল” টুর্নামেন্টে। খেলা হচ্ছে “গো ফর গোল” ফরম্যাটে। প্রত্যেক দলে ১০জন করে অংশগ্রহন করেছেন, তার মধ্যে ৬জন খেলবেন । শুধু তাই নয়, প্রত্যেক দলে একজন করে মহিলা অংশগ্রহন কারিণী থাকা বাধ্যতামূলক করা হয়েছে , যেটা সত্যি একটি অভিনব উদ্যোগ।
খেলায় প্রতিটা দল ৬ টা করে পেনাল্টি শুট আউটের সুযোগ পাবেন। যদি পেনাল্টির ফলাফল দু দলের ক্ষেত্রে সমান হয়। তারপর খেলা গড়াবে সাডেন ডেথে, আর তারপরেও খেলা অমীমাংসিত থাকলে খেলার বিজয়ী নির্ধারন করা হবে টসের মাধ্যমে।
ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু এইএফএ এর ভূয়সী প্রশংসা করে বলেন “প্রতিবছর বাঙালির দুর্গোৎসব শুরু হয় মহালয়ার মধ্যে দিয়ে এই বছর শুরু হোল পূজো ফুটবলের মধ্যে দিয়ে, আর এই অসাধ্য সাধন একমাত্র সম্ভব হয়েছে টিম আই.এফ.এ এবং আইএফএ সেক্রেটারি জয়দীপ মুখার্জির সৌজন্যে। প্রায় ৪০০টি দুর্গাপূজো সংগঠকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলো , আমরা এবছর ৩২টি দল নিয়ে পুজো ফুটবল শুরু করছি, আগামী বছর ৬৪টা দল আমরা এই টুর্নামেন্ট করার পরিকল্পনা করছি”
আইএফএ সেক্রেটারি জয়দীপ মুখার্জি বলেন – ” বাঙালির সব থেকে প্রিয় দুই উৎসবের মধ্যে মেলবন্ধন ঘটানো সম্ভব হয়েছে দলগত সংহতির জন্য।আমি টিম আই.এফ.এ এর এবং ফোরাম ফর দুর্গোৎসবের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। ফোরাম ফর দুর্গোৎসবের সঙ্গে যুক্ত হয়ে আইএফএ প্রতি বছর পুজো ফুটবল আয়োজন করবে। ” পুজো ফুটবলের শেষদিন অর্থাৎ ৬ই অক্টোবর পূজো-ফুটবলে গোলন্দাজ টিমএর ফুটবল খেলার কথাও ঘোষণা করেন আইএফএ সেক্রেটারি।
পুজো ফুটবলের উদ্বোধনে উপস্থিত ছিলেন, আই.এফ.এ. চেয়ারম্যান সুব্রত দত্ত, বাংলা ফুটবল দলের কোচ রঞ্জন ভট্টাচার্য, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা সন্দীপন বন্দ্যোপাধ্যায়, মহামেডান স্পোর্টিং এর কর্মকর্তা বেলাল খান সহ অনেক বিশিষ্ট ব্যক্তি।এবং সকলেই সাধুবাদ জানিয়ে গেছেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের এবং ফোরাম ফর দুর্গোৎসবের এই অভাবনীয় উদ্যোগকে।
সবশেষে আইএফএ এবং ফোরাম ফর দুর্গোৎসব কে সাধুবাদ জানিয়ে একটা কথা বলাই যায়, এবার মহালয়ার আগেই পূজার বাদ্যিতে কাঠি ফেলে দিলো পুজো ফুটবল-শারদ উৎসবে ফুটবল।
Topics
Durga Puja  Celebration  Football  Administration  Kolkata

Related Articles

Leave a Comment