Home সংবাদসিটি টকস তৃণমূলের ফ্ল্যাগ ধরলে পুলিশের কিছু করার নেই’ উত্তপ্ত নৈহাটি নিয়ে প্রতিক্রিয়া দিলীপের

তৃণমূলের ফ্ল্যাগ ধরলে পুলিশের কিছু করার নেই’ উত্তপ্ত নৈহাটি নিয়ে প্রতিক্রিয়া দিলীপের

নৈহাটিতে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হাসপাতালে। শনিবার গুলিবিদ্ধ হওয়ার পর জাকির হোসেন নামে ওই ব্যক্তিকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:নৈহাটিতে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হাসপাতালে। শনিবার গুলিবিদ্ধ হওয়ার পর জাকির হোসেন নামে ওই ব্যক্তিকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার সকালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি তৃণমূলকর্মী বলেই দাবি করা হয়েছে। এই ঘটনায় এক অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা। এদিকে, নৈহাটির ঘটনায় শাসকদল তৃণমূলকে কাঠগড়ায় তুলে সোচ্চার বিজেপি নেতা দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, “সারা রাজ্যের পরিস্থিতি এরকম। তৃণমূলের অপরাধে যারা আছেন, তারা তাদের পরিণতি ভোগ করছেন। কিন্তু এর মাঝে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে।নরেন্দ্রপুরে শিশুদের বোমা ছোড়া হল।সারা দেশের অপরাধীরা এখানে জড় হচ্ছেন। তৃণমূলের ফ্ল্যাগ ধরলে পুলিশের কিছু করার নেই। “

প্রসঙ্গত, শনিবার ভরসন্ধ্যায় গুলি-বোমার দাপটে উত্তপ্ত হয়ে ওঠে নৈহাটির শিবদাসপুর এলাকা। জানা যায়, গ্রাম্য বিবাদের জেরে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনটি গুলি চালানো হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও রবিবার সকালে জাকির হোসেন মণ্ডল নামক সেই ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আচমকাই কিছু দুষ্কৃতী এসে পৌঁছয়। এলোপাথাড়ি গুলি-বোমা চালায় তাঁরা। আর এই ঘটনায় গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যক্তি জাকির হোসেন মণ্ডল নামে ব্যক্তিকে। তাঁকে জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Comment