Home সংবাদ পৌরসভা ভোটের অশান্তির অভিযোগ তুলে সোমবার ১২ ঘন্টার বনধের ডাক দিল বিজেপি

পৌরসভা ভোটের অশান্তির অভিযোগ তুলে সোমবার ১২ ঘন্টার বনধের ডাক দিল বিজেপি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা বন্‌ধের ডাক দিল বিজেপি। শুধু বন্‌ধ ডাকাই নয়, তা সফল করতে রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নামবেন বলেও গেরুয়া শিবিরের পক্ষে রবিবার জানানো হয়েছে।পুরভোটে ‘অশান্তি’। প্রতিবাদেই আগামিকাল রাজ্যজুড়ে এই ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি।

দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন, ‘১০৮ পুরসভার ভোটে যা দেখলাম, তা নজিরবিহীন দৃষ্টান্ত। ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে’।

রবিবার বিকেলে রাজ্য বিঝেপি-র কেন্দ্রীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। একই সঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ভার্চুয়ালি এদিনের বৈঠকে যোগদান করেন। এদিন বিজেপি অভিযোগ তোলে ১০৮ পুরসভায় নির্বাচনে দলীয় কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। বহু জায়গায় বুথ দখলের ঘটনা ঘটেছে। পুলিশেও ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই বিজেপি নেতারা। এই ঘটনার প্রতিবাদ জানিয়েই বনধের ডাক বলে জানান তাঁরা। এদিকে বনধ সফল করতে জেলায় জেলায় পথে নাামবেন বিজেপি-র নেতা কর্মীরা, দাবি তাঁদের।

 

Topics

SEC BJP TMC Bandh  Administration Kolkata

Related Articles