Home সংবাদ প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে রাজ্যের জেলাশাসকদের গরহাজিরা নিয়ে মোদিকে চিঠি শুভেন্দুর

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে রাজ্যের জেলাশাসকদের গরহাজিরা নিয়ে মোদিকে চিঠি শুভেন্দুর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বৈঠকে রাজ্যের জেলাশাসকদের গরহাজিরা নিয়ে উদ্বেগ জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছি।  টুইট করে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে রাজ্যের জেলাশাসকদের গরহাজিরা নিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি।

ট্যুইটারে তিনি লিখেছেন, “বৈঠকে রাজ্যের জেলাশাসকদের গরহাজিরা নিয়ে উদ্বেগ জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছি। যদিও ২২ জানুয়ারির ওই বৈঠকে দেশের ১৯০টি জেলার জেলাশাসকরা অংশ নিয়েছেন। আর কতদিন রাজ্যের শাসক দল বঞ্চনার অভিযোগে কেন্দ্রের দিকে আঙুল তুলে মানুষকে ভুল বোঝাবে? প্রায় ৫০ বছর ধরে এই অবস্থা চলছে। এবার মনে হচ্ছে, আমাদের দিকে যে হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা নিজেরাই সেটা ধরতে চাইছি না। এটা চলতে পারে না।”

শনিবার দেশের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। যদিও নবান্ন সূত্রে খবর, এদিন বাংলার কোনও জেলাশাসক এই বৈঠকে অংশ নেননি।সরাসরি জেলাশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ও সেখানে বাংলার ডিএম-দের অংশ না নেওয়া, সব মিলিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক।

Topics

Suvendu Adhikary BJP  Administration Kolkata

Related Articles

Leave a Comment