কলকাতা টুডে ব্যুরো:বুধবার ফের সিবিআই হাজিরা বোলপুরের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। জানা যাচ্ছে সিবিআই কে ইমেইল মারফত অনুব্রত জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো নেই তাই বুধবারেও তিনি নিজাম প্যালেসে আসতে পারছেন না। এই ইমেইলটি অনুব্রত মণ্ডলের আইনজীবী করেছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা পরিকল্পনা করছেন একটি টিম পাঠিয়ে বোলপুরে যদি অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা যায়।
সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে ক্লিনচিট পাওয়ার পরই মঙ্গলবার সকালেই চিঠি ও ইমেল করে সিবিআই তলব করেছে অনুব্রতকে। বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সোমবার হাজিরা এড়িয়ে এসএসকেএম থেকে সোজা বোলপুর চলে গিয়েছিলেন কেষ্ট। কিন্তু এদিন কী করবেন, সকলের নজর ছিল সেদিকেই।
এরইমধ্যে মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতাল চিকিৎসক টিম গিয়েছিল অনুব্রতর বাড়িতে। তাঁদের বক্তব্য, মলদ্বার ফুলে উঠেছে অনুব্রতর, পাইলসের সমস্যা গুরুতর হয়েছে। সেক্ষেত্রে তিনি দীর্ঘক্ষণ বসে থাকতে পারছেন না।
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata