কলকাতা টুডে ব্যুরো:প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে৷ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ৷ ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছিল তাঁর ৷ চিকিৎসা করতে তিনি বিদেশের গিয়েছিলেন ৷ এদিন তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় তার শোক বার্তায় লিখেছেন,
“রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর।
সাধন পান্ডে ২০১১ সাল পর্যন্ত পাঁচবার কলকাতার বড়তলা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০১১ সাল থেকে তিনি মানিকতলা কেন্দ্রের বিধায়ক। বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক
কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন।
দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সাধনদার সঙ্গে আমার অত্যন্ত হৃদ্য সম্পর্ক ছিল।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি আমার অগ্রজকে হারালাম।
আমি সাধন পান্ডের পরিবার-পরিজন ও অনুরাগীদের গভীর সমবেদনা জানাচ্ছি ।”
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata