কলকাতা টুডে ব্যুরো: বিজেপির নবান্ন অভিযান ঘিরে যখন কলকাতায় ধুন্ধুমার পরিস্থিতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন জেলা সফরে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম কাণ্ডের কথা পৌঁছেছিল মুখ্যমন্ত্রীর কানেও। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপির অভিযান ‘ফ্লপ। এদিন তিনি বলেন, ‘বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই।’ খড়গপুরে ২ মেদিনীপুর জেলা নেতৃত্বের বৈঠকে মন্তব্য মমতার।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় বৈঠক ছিল। সেই দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির সঙ্গে মানুষ নেই। তাই বিজেপিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। নবান্ন অভিযানে বিজেপির লোক হয়নি, তাদের বেলুন ফুটো হয়ে গিয়েছে। তাই বিজেপির অভিযানকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। দলীয় বৈঠকে এমনই বার্তা দেন তিনি।
Topics
Nabanna Protest Rally Mamata Banerjee BJP TMC Administration Kolkata