কলকাতা টুডে ব্যুরো:বিধানসভার বাইরে এসে গণমাধ্যমের মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক বিষয়ে তিনি বক্তব্য রাখলেন।নাম না করে মদন মিত্র সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, হিন্দুদের বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে কথা বলেছেন একজন বর্তমান বিধায়ক। দুর্গা পুজো হয় না পদ্মফুল ছাড়া। পদ্মফুল ছাড়া কোন শুভ কাজ হয়না। পদ্মফুল ছাড়া সরস্বতী পূজা হয়না। তাঁরা সনাতন ধর্মে বিশ্বাস করেন। যেভাবে প্রকাশ্যে পদ্মফুল ছেড়া হয়েছে। এতে হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে। পদ্মফুল জাতীয় ফুল। তাই একাজ করে দেশকে অবমাননা করা হয়েছে। অসম্মান করা হয়েছে। একজন প্রাক্তন সাংসদ, বর্তমান বিধায়ক যেভাবে কথা বলেছেন, যে ভাষায় বলেছেন তা মুখে আনা যায় না।এর প্রতিবাদ হওয়া উচিত ছিল। কেউ প্রতিবাদ না করলেও তাঁরা করবেন। থানা অভিযোগ নেবে কিনা? তা তাঁরা জানেন না। তাই ইমেল করে কমপ্লেন পাঠানো হবে। যা আগামী কাল থেকেই শুরু হবে।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
মুকুল রায়ের অবস্থান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন, তিনি যদি বিজেপিতেই থাকতেন, তাহলে বিজেপি কখনোই তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের জন্য চেষ্টা চালাতে না। তাই, মুকুল রায় বিজেপিতেই আছেন, একথা অপ্রাসঙ্গিক। এর কোন বাস্তব ভিত্তি নেই। এবিষয় নিয়ে একাধিকবার শুনানি চলেছে। মহামান্য সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। তবে, সুবিচার পাবেন, এমন আশাবাদী নন। আজ যে হেয়ারিং ছিল, সেখানে তাঁদের আইনজীবী ও বিধায়ক অম্বিকা রায় ছিলেন। মুকুল রায়ের আইনজীবী কোন কিছুই বলেননি। মুকুল রায় যে তৃণমূলে, সুন্দরভাবে তার তথ্যপ্রমাণ, ভিডিও, অডিও সমস্ত দেওয়া হয়েছে। পরিষ্কার করে দেওয়া হয়েছে, মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ঢাক-ঢোল বাজিয়ে, সংবাদমাধ্যমের কাছে হিরো হয়ে তিনি যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা ও উপস্থিতিতে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা পৌরসভার মেয়র কে কটাক্ষ করে ‘ছাপ্পা মেয়র’ বলে অভিহিত করে বলেছেন, যে মেয়র যেন পেনশনের টাকা যারা পেনশনভোগীদের ঠিকমতো দেন।
এছাড়াও রাজ্যে সরকারি কর্মচারিদের ডিএ না পাওয়া নিয়েও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। এবং তাঁর সাথে তার সাথে ঘটা কতুল পুরের ঘটনার উল্লেখ করে তিনি বলেন ‘আমি ছাড়ব না! যত দূর যেতে হয় যাব, আমার জবাব চাই’|
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata