কলকাতা টুডে ব্যুরো:উপরাষ্ট্রপতি ভোটে ভোটদানের বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিরোধী দলগুলির উপরাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাই নিয়ে একটি বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের কোনও প্রতিনিধিরা। পরে সেই বৈঠকের পরে বিরোধী দলগুলির তরফে উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভাকে মনোনীত করা হয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী ৬ তারিখ উপ-রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। সেখানে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়, অপরদিকে রয়েছেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভা। সবার কাছে আলোচনা করার করে সবাই একটা জিনিস নিয়ে একমত হয়েছি যে জগদীপ ধনখড় বিশেষ করে যতদিন এখানে রাজ্যপাল ছিলেন, ওনার দৃষ্টিভঙ্গি একটা রাজনৈতিক দলের মতো একতরফা ভাবে ছিল। কী করে বাংলার মানুষকে ধাপে ধাপে প্রতিনিয়ত আক্রমণ করেছিলেন, সেটা দেখেছি। সকলের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনওভাবে আমরা এনডিও প্রার্থীকে সার্পোট করতে পারব না।”
অভিষেক বলেন, প্রথমত এটা স্পষ্ট করে দেওয়া জরুরি এনডিএ-এর প্রার্থী জগদীপ ধনখড় যে ভাবে আমাদের রাজ্যে একটি দলের হয়ে কাজ করেছেন, তাতে তাঁকে সমর্থনের কোনও প্রশ্নই ওঠে না। পাশাপাশি, তিনি বলেন, বিরোধী গোষ্ঠীর প্রার্থী হিসাবে মার্গারেট আলভাকে যে ভাবে প্রার্থী করা হয়েছে, তাতেও তৃণমূল খুশি নয়। রাতারাতি বিরোধী গোষ্ঠীর উপ-রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী নির্বাচন করা হয়েছে। হঠাৎ করে শরদ পাওয়ারের বাড়িতে এই প্রক্রিয়া চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বা দলকে একবারও জানানো হয়নি। শুনেছি কংগ্রেসের এক নেতা ফোন করার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রীকে, কিন্তু তা সব ঠিক করার পরে। সেই কারণে দলের প্রায় ৮৫ শতাংশ সাংসদের মত নিয়ে দল ঠিক করেছে, উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচেন ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দল একটি গণতান্ত্রিক দল। সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছেছে দল।
Topics
Mamata Banerjee Rally BJP TMC Administration Kolkata