কলকাতা টুডে ব্যুরো: তাপমাত্রা নামলেও আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আবহাওয়া নিয়ে এমনই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ বর্ষবরণে মহানগরকে মুড়িয়ে ফেলা হল নিরাপত্তার চাদরে
আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলায় আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রির মতো হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় মূলত সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে। তবে বেলা বড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বড়সড় প্রভাব ফেলতে পারে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতিতে। তারই জেরে ফের একবার উধাও হতে পারে শীত। সব মিলিয়ে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়বে, সেব্যাপারে আগাম পূর্বাভাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা।
Topics
Alipore Weather Office Rainfall Winter Administration Kolkata