Home সংবাদসিটি টকস প্রত্যাহার আন্দোলন রাজ্যে ফের সচল বাস পরিবহন

প্রত্যাহার আন্দোলন রাজ্যে ফের সচল বাস পরিবহন

রাজ্যের পরিবহন মন্ত্রীর আলোচনারআশ্বাস পাওয়ার পরেই আশার আলো সঞ্চারিত হয়েছে আন্দোলনকারীদের মধ্যে। মন্ত্রীর কথার ওপর ভরসা রেখেই তুলে নেওয়া হয়েছে আন্দোলন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যের পরিবহন মন্ত্রীর আলোচনারআশ্বাস পাওয়ার পরেই আশার আলো সঞ্চারিত হয়েছে আন্দোলনকারীদের মধ্যে। মন্ত্রীর কথার ওপর ভরসা রেখেই তুলে নেওয়া হয়েছে আন্দোলন। ফের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা কে স্বাভাবিক রাখতে কোমর বেঁধেছেন কন্ট্রাকচুয়াল কর্মীরা।

আগামী দিনে তাদের দাবি-দাওয়া পূরণ না হলে কি করা হবে? সে বিষয়টি নিয়ে এখনই কোন ভাবনা-চিন্তা করা হচ্ছে না বলে জানালেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এক কন্ট্রাকচুয়াল কর্মী।

গত কয়েকদিন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস সার্ভিস বন্ধ থাকার কারণে, শহর শহরতলী এমনকি দূর-দূরান্ত থেকে মানুষের কলকাতায় আসা যাওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আন্দোলন প্রত্যাহার করায় ফের বাস পরিষেবা সচল হওয়ায় যথেষ্ট খুশি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নিত্যযাত্রীদের।

Topics

SBSTC Transportation Bus Administration Kolkata

Related Articles

Leave a Comment