Home সংবাদআবহাওয়া ফের শীতের মন্থর ব্যাটিং, দুর্বল উত্তুরে হওয়ায় বাড়ল পারদ

ফের শীতের মন্থর ব্যাটিং, দুর্বল উত্তুরে হওয়ায় বাড়ল পারদ

by Kolkata Today

কলকাতা, ২৫ জানুয়ারি: মাঘের শুরুতে দাপট দেখিয়ে ফের ঊর্ধ্বমুখী পারদ। লম্বা ইনিংসের আশা জাগিয়েও মন্থর ব্যাটিংয়ে থমকে গেল শীত। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পৌষের শেষে জাঁকিয়ে শীত না পড়ায় হতাশ হয়েছিলেন রাজ্যবাসী। মাঘের শুরুতে শীতের প্রত্যাবর্তন ঘটে বঙ্গে। কিন্তু দুর্বল উত্তুরে হাওয়ার কারণে ফের থমকাল শীত।

সোমবার সকালে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ঘন কুয়াশা ছিল। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, যদিও পরে রোদ ওঠে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সর্বনিম্ন তাপাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে কয়েক দিনের মধ্যে।

দুর্বল উত্তুরে হাওয়া এবং সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যদিও পাহাড়ে কনকনে ঠান্ডা রয়েছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির ঘরে। কালিম্পং ৮, কোচবিহার ৮.৭, শিলিগুড়ি ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Comment