কলকাতা টুডে ব্যুরো: ফের প্রেমিক সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।জ্যাকলিনের ছবিতে গলায় দেখা যাচ্ছে লাভ বাইটস।ছবি ঘিরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের উপর। আর এই ঠকবাজের সাথেই সম্পর্ক ছিল জ্যাকলিনের বলে খবর। এমনকী, সুকেশ নিজেও মেনে নিয়েছে জ্যাকলিনের সাথে সম্পর্কের কথা। হিরের গয়না, বিদেশী ঘোড়া, বিড়াল, ব্র্যান্ডেড জুটো-ব্যাগ মিলিয়ে ১০ কোটি টাকার কাছাকাছি মূল্যের উপহার নিয়েছিলেন জ্যাকলিন।
আরও পড়ুনঃ ’কোভিড পরিস্থীতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত,’বললেন অভিষেক
বড়সড় বিপাকে পড়েছেন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ । ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় একাধিকবার ইডির মুখোমুখি হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।