কলকাতা টুডে ব্যুরো:বাগদেবীর আরাধনায় মেতেছেন টলিপাড়ার সেলেবরা। শুটিংয়ের ব্যস্ততা ভুলে সরস্বতী বন্দনায় মেতে উঠেছেন টলিউড তারকারা । সরস্বতী পুজো উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাও জানিয়েছেন তারা।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
বাঙালির প্রেম দিবসে দেবের সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করলেন রুক্মিনি। ক্যাপশনে লিখলেন, “হলুদ শাড়ি ও পাঞ্জাবিতে আজ মেতে উঠুক মন, সঙ্গে থাকুক ভালবাসা ঠিক কিশমিশের মতো ।” পুজোর শুভেচ্ছার পাশাপাশি তাঁদের পরবর্তী ছবি ‘কিশমিশ’-এর মুক্তির দিনও আরও একবার মনে করিয়ে দিলেন দর্শকদের । এই একই পোস্ট করেছেন দেবও ।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । হলুদ শাড়িতেই নিজেকে মেলে ধরলেন তিনি ।বাগদেবীর সামনেই প্রার্থনা করার ভঙ্গিতে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। হলুদ শাড়ির সঙ্গে কমলা ব্লাউজ কনট্রাস্ট করেছেন নায়িকা। সেইসঙ্গে অনুরাগীদের জানালেন সরস্বতী পুজোর শুভেচ্ছা ।
বাংলার মেয়েদের ক্রাশ বলা হয় আবির চট্টোপাধ্যায়কে। সরস্বতী পুজোয় পর্দার ব্যোমকেশ সেজেছেন হলুদ রঙা গলাবন্ধ পঞ্জাবি। চোখে রয়েছে স্টাইলিশ সানগ্লাস।
হলুদ কুর্তা আর জাঙ্ক জুয়েলারিতেই সরস্বতী পুজোর সকালে সাজলেন মধুমিতা। আর ফ্যানেদের বললেন,’হালকা হলদে রোদেই হয়ে উঠুক সরস্বতী পুজো আরও বসন্ত-ময়’।
শত ব্যস্ততার মাঝেও সরস্বতী পুজোর দিন নিজের বাড়িতেই বাগদেবীর আরাধনায় ব্রতী ‘রানিমা’ দিতিপ্রিয়া। পরেছেন হলুদ হ্যান্ডলুমের শাড়ি, সঙ্গে কনট্রাস্ট ব্লাউজ।
‘সরস্বতী পুজো স্পেশ্যাল আদর’-এর ছবি শেয়ার করেছেন অঙ্কুশ। চারপেয়ে সন্তানের সঙ্গে অঙ্কুশের এই মিষ্টি মুহূর্ত দেখে মন হারাচ্ছে অনুরাগীরা।
যে কোনও অনুষ্ঠানে কোয়েল মল্লিকের সাজ অন্যদের থেকে একটু আলাদাই হয় বরাবর। এদিনও কোয়েল আটপৌরে করে শাড়ি পরেছে ন। সঙ্গে রয়েছে মানানসই কস্টিউম জুয়েলারি, চুলে খোঁপা এবং হাতে হলুদ গাঁদার মালা।
বাসন্তী রঙা শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরে একেবারে ‘সিম্পল লুক’ রেখেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। নিজের সোশ্যাল পেজে সেই ছবিও শেয়ার করেছেন নায়িকা।
অভিনেত্রী ইন্দ্রানী হালদার বাগদেবীর আরাধনার ব্যস্ত ছিলেন এই দিনে তার সঙ্গেই বসন্ত পঞ্চমীর মানানসই লুকে দেখা গেল তাকে।
বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে ও বলা হয় এই দিনকে। আর এই বিশেষ দিনেই একসঙ্গে দেখা যশ নুসরত। সরস্বতী পুজো উপলক্ষে বাসন্তী রঙের শাড়িতে সেজেছেন নুসরত। নুসরতের সঙ্গেই সরস্বতী পুজোয় দেখা গেল যশ দাশগুপ্তকেও। নুসরত-এর সঙ্গে সরস্বতী পুজো কাটছে এবার যশ-এর।
Topics
Saraswati Puja Devotees Celebrations Tollywood Kolkata