Home খেলাধুলাক্রিকেট বসবে আরও দুটো স্টেন্ট, পরামর্শ নেওয়া হতে পারে চিকিৎসক দেবী শেঠির

বসবে আরও দুটো স্টেন্ট, পরামর্শ নেওয়া হতে পারে চিকিৎসক দেবী শেঠির

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাইপাস সার্জারি করা হবে না। শনিবার সংকটজনক ধমনী বা আর্টারিতে একটি স্টেন্ট বসানো হয়েছিল। বাকি দুটো ব্লকেজে আরও দুটো স্টেন্ট বসানো হবে। যে ধমনীতে বেশি ব্লকেজ ছিল তা এখন পুরোপুরি মুক্ত। সোমবার আলিপুরের বেসরকারি হাসপাতালের সাতজন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড আলোচনা করে ঠিক করবে সৌরভের চিকিৎসার পরবর্তী ধাপ। প্রয়োজনে অন্য বিশেষজ্ঞ চিকিৎসকেরও পরামর্শ নেওয়া হবে। সূত্রের খবর, পরামর্শ নেওয়া হতে পারে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: দেবী শেঠির।

 

সৌরভ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন। গল্প করছেন। রবিবার হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে।

রবিবার সকালে হাসপাতালে সৌরভের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিপিআইএম নেতা এবং শিলিগুড়ির পুরপ্রশাসক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। সৌরভের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ রায় কংগ্রেসের রাজ্য সভার সদস্য প্রদীপ ভট্টাচার্য, বৈশালী ডালমিয়া-সহ আরও অনেকে।প্রিয় দাদার আরোগ্য কামনায় হাসপাতাল চত্ত্বরে হাতে পোস্টার, সৌরভের ছবি নিয়ে চলে আসেন বেহালায় দাদার পাড়ার ছেলেরা।

দক্ষিণ কলকাতার আলিপুরের যে হাসপাতালে সৌরভ ভর্তি রয়েছেন, সেই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এক মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সৌরভ। রবিবার সকালে জানানো হয়, রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ। গায়ে জ্বর নেই। রক্তচাপ এবং নাড়ির গতিও স্বাভাবিক। সৌরভের অক্সিজেন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। আপাতত আর শ্বাসকষ্টের সমস্যা নেই। সকালের ইসিজি রিপোর্টও স্বাভাবিক। আগামী দু’দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে তাঁকে। সূত্রের খবর, চিকিৎসক দেবী শেঠির পরামর্শ নেওয়া হতে পারে।

Related Articles

Leave a Comment