কলকাতা টুডে ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জয়।ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন মোট ৮৪৭০৯ ভোট, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬৩২০ ভোট। সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪২০১ ভোট।
কালীঘাটের বাসভবন থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। ভবানীপুরে মা-ভাই-বোনেদের, সকল সহকর্মী, সারা ভারত, সারা বাংলার মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবানীপুরের ভোটার কম। এক লক্ষ ১৫ হাজারের মতো ভোট হয়েছিল। কম ভোট পরা ভবানীপুরের ট্রেন্ড। এবার ৫৮৮৩৫ ভোটে জিতেছি। এবার ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে এসেছেন, তাতে উচ্ছ্বসিত। কোনও ওয়ার্ডে এবার আমরা হারিনি। এটা রেকর্ড।’
তিনি বলেন, ‘ভবানীপুরের ভোট পার্সেন্টেজ ৪৪ শতাংশ অবাঙালি। সমস্ত ভাষাভাষীর মানুষ আছেন এখানে। সকলে শান্তিতে ভোট দিয়েছেন। আমার মন ভরে গেছে, ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল, সারা বাংলা তাকিয়ে ছিল। বাংলা আঘাত পেয়েছিল নন্দীগ্রামের ফলাফলে। অনেক চক্রান্ত হয়েছিল। সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন ভবানীপুরের মানুষ। আরও কাজ নতুন করে করব। আমরা চিরঋণী। আমরা সকলে তাঁদের মনে রাখব।’
তিনি বলেন, ”আমি ভি দেখাব না, আমি তিন দেখাব। তিনটে সিটে লড়াই করেছি। তিনটে সিটেই আমরা জিতছি। বাংলাই ভারতকে পথ দেখাবে।”
Topics
Mamata Banerjee Priyanka Tibrewal BJP TMC Administration Kolkata