কলকাতা, ১৫ জানুয়ারি: প্রকাশিত হল সংশোধিত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, নতুন তালিকায় মোট ভোটার ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০ জন। আগে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ১৮ লক্ষ ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন। বেশ কিছু ভোটারের নাম বাদ পড়েছে। বাদ পড়েছে প্রায় ৬ লক্ষ ভোটারের নাম।
সংশোধিত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৭৯০ জন। ভোটার বেড়েছে ২০ লক্ষের বেশি। নতুন ভোটার তালিকা অনুযায়ী আগের থেকে ভোটারের সংখ্যা বেড়েছে ২.০১ শতাংশ।
রাজ্যে এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড পরিস্থিতিতে বুথের সংখ্যা বাড়তে পারে। রাজ্যে ৭৮ হাজার ৯০৩টি বুথ রয়েছে। আরও কিছু অতিরিক্ত বুথ হতে পারে।
এদিকে আগামী বুধবার ২০ জানুয়ারি রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পর ভোটের বিলম্ব হয় না। ফেব্রুয়ারির শেষে ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, চার থেকে পাঁচ দফায় ভোট হতে পারে।