নিজস্ব প্রতিনিধিঃ মানহানির অভিযোগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দুর্নীতির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন বাবুল৷ তার জবাবে বাবুল সুপ্রিয়কে পাল্টা আইনি নোটিশ পাঠালেন অভিষেক৷
এর আগেও বাবুলের তীর্যক মন্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ এবার আদালত অবমানার অভিযোগে বাবুলকে আইনি নোটিশ পাঠালেন তিনি৷ ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক৷ প্রসঙ্গত, ‘ভাইপো’ বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল বলে অভিযোগ৷