কলকাতা টুডে ব্যুরো:জেলা ভাগের সিদ্ধান্ত নিয়ে ট্যুইটে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
সুকান্ত মজুমদার লিখেছেন, “স্থানীয়দের আবেগকে গুরুত্ব না দিয়ে ৭টি নতুন জেলা তৈরি করা লেডি বিন তুঘলকের খামখেয়ালি সিদ্ধান্ত, অত্যাচারী শাসনের উদাহরণ।”
তিনি আরও লিখেছেন,” পশ্চিমবঙ্গ সরকার ঋণের বোঝায় জর্জরিত। এই সিদ্ধান্তের ফলে বোঝা আরও বাড়বে। এর জেরে দুর্নীতির বিকেন্দ্রীকরণের নতুন রাস্তা খুলবে। ট্যুইট বিজেপির রাজ্য সভাপতির।”
The whimsical decision by Lady Bin Tughlak to make 7 more districts without considering the local sentiments is another example of her tyrannical rule. WB is reeling under heavy loan burden, this will further add burden and open new avenues of decentralised corruption.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 4, 2022
Topics
Sukanta Majumdar BJP TMC Administration Kolkata