Home সংবাদসিটি টকস বিধানসভা চত্বরে তুমুল বিক্ষোভ শিক্ষিকাদের, হিমশিম খেল পুলিশ

বিধানসভা চত্বরে তুমুল বিক্ষোভ শিক্ষিকাদের, হিমশিম খেল পুলিশ

by Kolkata Today

কলকাতা, ২৭ জানুয়ারি: শিক্ষিকাদের অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড রাজ্য বিধানসভা ভবন চত্বরে। গেটের বাইরে জমায়েত করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষিকারা। পুলিশের নজর এড়িয়ে কীভাবে এই তাঁরা বিধানসভা চত্বরের ভিতরে ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, এর পিছনে রাজনৈতিক মদত রয়েছে।

বুধবার থেকেই শুরু হল রাজ্য বিধানসভার অধিবেশন। তার আগেই বিধানসভার গেটের বাইরে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’-এর সদস্যরা। সমকাজে সমান বেতন-সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও তাতে কর্ণপাত করছে না সরকার।

বিধানসভার ৬ নম্বর গেটের বাইরে বিক্ষোভ-স্লোগানের পাশাপাশি গেটের উপরে উঠে পড়েন কয়েক জন শিক্ষিকা। দীর্ঘক্ষণ গেটের উপরেই দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। নীচেও চলতে থাকে বিক্ষোভ-আন্দোলন।

খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু গেটের উপরে উঠে পড়া দুই মহিলাকে নামেতে বেগ পেতে হয় পুলিশকর্মীদের। প্রথম দিকে পর্যাপ্ত মহিলা পুলিশ না থাকায় বিক্ষোভকারীদের হঠাতে বলপ্রয়োগও করতে পারেনি পুলিশ। পরে পর্যাপ্ত মহিলা পুলিশ এনে শিক্ষিকাদের টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়।

Related Articles

Leave a Comment