কলকাতা টুডে ব্যুরো: বিয়ের এক মাস পূর্তিতে স্বামীকে কৌশলের সঙ্গে ছবি পোস্ট করলেন বলে সুন্দরী ক্যাটরিনা কাইফ।এই বিশেষ দিনে একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে ফেললেন। ২০২১ সালের ৯ ডিসেম্বর, রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে চার হাত এক হয় এই তারকা জুটির। আজ ৯ জানুয়ারি, সেই বিশেষ দিনের এক মাস পূরণ।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো
ক্যাটরিনা-ভিকিকে আলিঙ্গন করে একটি ছবি শেয়ার করেছেন। তাও আবার বিয়ের ১ মাস পূরণ করার আনন্দে। ভিকি কৌশলের তোলা সেলফি পোস্ট করেন ক্যাট। বিনা মেক আপেই দেখা যায় দু’জনকে। তাঁর পরনে ছিল কালো ট্যাঙ্ক টপ। ভিকি কৌশলকে নীল রঙের জাম্পার পরা দেখা যাচ্ছে। ক্যাটরিনা ছবির ক্যাপশনে লেখেন,’হ্যাপি ওয়ান মান্থ’।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত সাংসদ- অভিনেতা দেব ও সঙ্গিনী রুক্মিণী
ক্যাটরিনার হেয়ারস্টাইলিস্ট বন্ধু ড্যানিয়েল মন্তব্য করেছেন, “ভালোবাসা সুন্দর।” নেহা ধুপিয়া লিখেছেন, “আমাদের সুন্দর দম্পতির জন্য অনেক শুভেচ্ছা। তোমাদের খুব ভালোবাসি।” বাণী কাপুর লেখেন, “সুন্দর।”
Topics
Katrina Kaif Vicky Kaushal Bollywood Celebrity Entertainment Kolkata