কলকাতা, ৪ ফেব্রুয়ারি: ভোটের মুখে দিদির মুখে নতুন স্লোগান। তবে সেই স্লোগান একেবারে নতুন নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গলায় শোনা যেত ওই স্লোগান। বলা ভাল, নতুন রূপে ফিরল বঙ্গ রাজনীতির পুরনো স্লোগান। ‘আরও উন্নত তৃণমূল’ বা ‘উন্নততর তৃণমূল’। বিজেপি-কে তীব্র ভাষায় আক্রমণের পাশাপাশি তৃণমূলের সর্বময় নেত্রী বৃহস্পতিবার বলেন, ‘তৃণমূলের বিকল্প হবে তৃণমূলই।’ কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তফসিলি জাতি ও উপজাতি সম্মেলনে যোগ দিয়ে মমতার হুঙ্কার, এনআরসি-সিএএ কোনওমতেই বাংলায় করতে দেবেন না তিনি।
২০১৯ লোকসভা ভোটের ফলের সাফল্যে ভর করে আসন্ন বিধানসভা ভোটে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল নেতারা বিজেপি-তে যোগ দিয়েছেন। ১০ বছরের শাসনের পর তৃণমূল বেশ কঠিন ভোটেই লড়তে নামছে। এই পরিস্থতিতেই নয়া স্লোগান তুললেন তৃণমূল নেত্রী মমতা। বললেন, ‘তৃণমূলের বিকল্প মা-মাটি-মানুষ। অন্য কেউ নয়। তৃণমূল আরও উন্নততর তৃণমূলের দিকে যাবে। আরও উন্নয়নের দিকে যাবে।’
উল্লেখ্য, এক সময় বামফ্রন্টও একই স্লোগান তুলেছিল। জ্যোতি বসুর উত্তরসূরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২০০১ সালের বিধানসভা ভোটের সময় এই স্লোগান তুলেছিলেন। বুদ্ধদেবের স্লোগান ছিল, ‘বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট।’ সেই বছর নির্বাচনে ১৯৯৬ সালের নির্বাচনের চেয়েও ভাল ফল করেছিল বামেরা। অনেকটা যেন সেই ধাঁচেরই স্লোগান এবার শোনা গেল মমতার মুখে।
সম্প্রতি তিন মাসের জন্য সংশোধিত নাগরিকত্ব আইন স্থগিত রাখার কথা বলেছে কেন্দ্র। কিন্তু মমতার দাবি, আইন প্রত্যাহার করতে হবে। মুখমন্ত্রীর সাফ কথা, ‘সিএএ আইন এখনও প্রত্যাহার করা হয়নি। যে কোনও সময় সেটা কাজে লাগাতে পারে। কিন্তু আমরা এনআরসি, সিএএ করতে দেব না।’ এই প্রসঙ্গেই বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘অসমে গিয়ে দেখে আসুন এনআরসি-র নামে কত জনকে হত্যা করেছে। মানুষকে কীভাবে জেলে আটকে রেখেছে। ত্রিপুরায় দেখুন, ১০ হাজার শিক্ষককে স্থায়ী করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুই করেনি।’