কলকাতা টুডে ব্যুরো: দেশের রাষ্ট্রপতি সম্পর্কে প্রকাশ্য সভায় রাজ্যের মন্ত্রী অখিল গিরির করা মন্তব্য কে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। একজন মন্ত্রী হয়ে দেশের সাংবিধানিক প্রধানকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ অখিল গিরির বিরুদ্ধে। বিজেপির মুখপাত্র অমিত মালব্য ইতিমধ্যেই সেই বক্তব্যের ভিডিয়ো টুইট করে কড়া সমালোচনা করেছেন। অন্যদিকে, বঙ্গ বিজেপি শিবিরও অখিলের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। তবে নিজের অবস্থান থেকে না সরলেও দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী অখিল। তিনি বলেন, ‘আদিবাসীদের আমি আঘাত করিনি। আদিবাসী সমাজ যদি আঘাত পেয়ে থাকে, তাহলে আমি দুঃখিত।’
এদিন তিনি বলেন, ‘আমার কোনও বক্তৃতায় আদিবাসী সমাজ আঘাত পেয়েছে বলে আমি মনে করি না। বিজেপির বক্তব্য প্রসঙ্গে তুলনা করতে গিয়েই আমি এই মন্তব্য করেছি। আমার কথায় যদি আদিবাসী সমাজ আঘাত পেয়ে থাকে তাহলে আমি দুঃখিত। মহিলা সমাজকেও আঘাত করিনি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গত তিন মাস ধরে আমার সম্পর্কে যে মন্তব্য করেছে, তাতে আমাকে আঘাত করা হয়েছে। আঘাতের বশেই আমি এই মন্তব্য করেছি।’
প্রসঙ্গত, শুক্রবার এক সভায় দাঁড়িয়ে অখিল গিরি বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছিলেন। মূলত তাঁর নিশানায় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধীদের আক্রমণ করতে গিয়েই রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য করেন তিনি। বক্তৃতার সেই ভিডিয়োতে মন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?” তা শুনে হাততালি দিচ্ছেন উপস্থিত কর্মীরা।