Home বিনোদন বেস্ট ড্যাড এভার’, জন্মদিনে ভিডিও শেয়ার করে Hrithik Roshan শ্রেষ্ঠ বাবার তকমা দিলেন প্রাক্তন স্ত্রী সুজান খান

বেস্ট ড্যাড এভার’, জন্মদিনে ভিডিও শেয়ার করে Hrithik Roshan শ্রেষ্ঠ বাবার তকমা দিলেন প্রাক্তন স্ত্রী সুজান খান

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ‘কহো না পেয়ার হ্যায়’-এর পর বলিউড অভিনেতা হৃতিক রোশন যে পরিমাণ সাফল্য রাতারাতি পেয়েছিলেন তা খুব কম অভিনেতার ভাগ্যেই জোটে। এই ছবির পরই তাঁকে খানেদের সঙ্গে তুলনা করতে শুরু করা হয়, কিন্তু তখনও তিনি মাত্র একটি সিনেমাতেই কাজ করেছেন।

https://www.instagram.com/suzkr/reel/CYiaQxfvLoY/?utm_medium=copy_link

হৃতিক রোশন এবং সুজান খানের বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর আগেই, তবে তা দু’জনের মধ্যে আর কোনও তিক্ততা রাখেনি। তাঁরা দু’জনেই একে অপরের সঙ্গে থেকেছেন প্রয়োজনে, একে অন্যের পাশে থেকেছেন। আজ অভিনেতার জন্মদিনে, সুজান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন।

 

সেখানে বছরের পর বছর ধরে সন্তানদের সঙ্গে অভিনেতার কাটানো একাধিক মুহূর্তের ছবি রয়েছে। ভিডিও পোস্ট করে হৃতিককে ‘সেরা বাবা’ বলে সম্বোধন করেন সুজান এবং সঙ্গে বড় আলিঙ্গন পাঠিয়েছেন।

 

Topics

Hrithik Roshan Bollywood Celebrity  Entertainment  Kolkata

Related Articles

Leave a Comment