Home ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সমালোচনায় সরব হলেন সুকান্ত মজুমদার

মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সমালোচনায় সরব হলেন সুকান্ত মজুমদার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বুধবার বর্ধমানে বিজেপির দলীয় ঙকার্যালয়ে সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, “এইরকম মুখ্যমন্ত্রীকে কেউ কোনদিন দেখেছে, যিনি রাজ্যপালের প্রতি এহেন আচরণ করেন ৷ এটা বাংলার সংস্কৃতিকে অপমান ৷ বিধানসভার অধ্যক্ষকে রাজ্যপাল ডেকে পাঠিয়েছেন কিন্তু তিনি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন । কারণ লোকসভা, বিধানসভা একটা নির্দিষ্ট সময় ধরে চলে । তার বাইরে চব্বিশ ঘন্টায় অনেক সময় পাওয়া যায় । কিন্তু একজন রাজ্যপাল যিনি সংবিধানের রক্ষাকর্তা । তিনি ডেকেছেন বিধানসভার অধ্যক্ষকে অথচ অধ্যক্ষ যাচ্ছেন না । যেটা গণতন্ত্রের পক্ষে খুবই অসহনীয় । যেটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করবে ।”

বিধানসভার বাজেট অধিবেশনকে ঘিরে সরকার পক্ষ ও রাজভবনের সংঘাতের জেরে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে । বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে 72 ঘন্টার মধ্যে বৈঠক করতে চেয়েছেন রাজ্যপাল ৷ কিন্তু বিধানসভার ব্যস্ততার জন্য তিন দিনের মধ্যে রাজভবনে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একথা বলেন ।

জয় শ্রীরাম পছন্দ না-হলে মুখ্যমন্ত্রীকে কানে হেডফোন লাগিয়ে বসে থাকার পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ বুধবার সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলতে বলতে এমন জায়গায় চলে গিয়েছেন কোনদিন হয়তো নিজের নামটাও মিথ্যে বলবেন এইভাবেই ।”

Topics

Sukanta Majumdar BJP  TMC Administration Kolkata

Related Articles