কলকাতা, ১৫ জানুয়ারি: মাঘের প্রথম দিনেই জাঁকিয়ে শীত পড়ল শহরে। ১২ তারিখ থেকে পারদ নামতে শুরু করে। ২০ থেকে ক্রমে ১৮ ডিগ্রি হয়ে আজ শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল বৃহস্পতিবার বিকালে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৮৩ শতাংশ, সর্বনিম্ন ৫১ শতাংশ। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে পাঁচ জেলাতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহ চলবে আগামী দুদিন। জেলায় জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকবে। কলকাতাতেও ১৫ ডিগ্রির নীচে নামবে পারদ। উত্তরবঙ্গেও স্বাভাবিকের নীচে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা জারি। রবি ও সোমবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।
কলকাতায় শুক্রবার সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে আজ সকালে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।