Home সংবাদ যত কান্ড আসানসোলে- বিধিভঙ্গের অভিযোগ জিতেন্দ্র এবং অগ্নিমিত্রার বিরুদ্ধে

যত কান্ড আসানসোলে- বিধিভঙ্গের অভিযোগ জিতেন্দ্র এবং অগ্নিমিত্রার বিরুদ্ধে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আসানসোলের ২১ নম্বর ওয়ার্ডের ধাদকা এলাকায় এনসি লাহিড়ি বিদ্যামন্দির। সশস্ত্র দেহরক্ষী নিয়ে বুথের ১০০ মিটারের ঢুকে পড়ার অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। আপত্তি জানানোয় বাহিনী ছেড়ে দিয়ে বুথের ১০০ মিটারের বাইরে বসার দাবি বিজেপি নেতার।

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে আটকাল পুলিশ। তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ। নির্বাচন কমিশনের নোটিস। দুপুরের দিকে, বাড়ি থেকে বেরিয়ে নিজের ওয়ার্ডের মধ্যে ঘুরছিলেন অগ্নিমিত্রা পাল। সেই সময় পুলিশের একটি গাড়ি এসে বিজেপি বিধায়কের  গাড়ি আটকে দেয় পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার রাতে আসানসোলে উত্তেজনা ছড়ায়। বহিরাগত রয়েছে বলে অভিযোগ করে বিজেপি । বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেখান থেকে আটক করা হয় আসানসোল দুই বিজেপি প্রার্থীকে। এরপর দিনভর নানান এলাকায় অভিযোগ ওঠে।

Topics

Agnimitra Paul  BJP TMC Administration Kolkata

Related Articles