Home ভিডিও রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে দফায় দফায় অশান্তি

রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে দফায় দফায় অশান্তি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। প্রতিটি বুথকেই স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিশেষ নজর থাকবে দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও বীরভূমে। রাজ্য পুলিসেই আস্থা রেখেছে নির্বাচন কমিশন। মাঠে নেমেমছে ৪৪ হাজার পুলিসকর্মী।
রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে সকাল থেকেই দফায় দফায় অশান্তির ছবি উঠে এসেছে। শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়া থেকে মারধরের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। তারই মাঝে বেলা ১১টা পর্যন্ত ভোটের হার ৩৩.৫২ শতাংশ।
অর্জুন সিংকে ঘিরে ভাটপাড়ায় তীব্র উত্তেজনা। পুলিসকে লক্ষ্য করে ইঁট ছোড়ার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। অর্জুন সিংয়ের সঙ্গে পুলিসের বচসা। ছাপ্পা ভোটের অভিযোগ তুলে রাস্তায় নামেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁকে দেখেই রাস্তায় উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিসের লাঠিচার্জ। যদিও, ঘটনাস্থল থেকে তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিস সূত্রে জানা গেছে।

সকাল থেকেই উত্তপ্ত কামারহাটি। ভোট কেন্দ্রে পুলিশের ভূমিকা নিয়ে বরাবার প্রশ্ন তুলেছে শাসক থেকে বিরোধী সব শিবির। এবার একই ইস্যুতে সরব হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর অভিযোগ, পুলিশ বিজেপির হয়ে কাজ করছে। তৃণমূল কর্মীদের বেছে-বেছে আক্রমণ করছে। পুলিশ যদি সময়মতো ব্যবস্থা না নেয় তাহলে মদন মিত্র নিজে নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামবে হুঁশিয়ারি মদনের।

Topics

SEC BJP TMC  Administration Kolkata

 

Related Articles