কলকাতা টুডে ব্যুরো: আকাশ কালো, দিনভর বৃষ্টি রাজ্যে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি মধ্যপ্রদেশের একেবারে মাঝখানে রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা এই নিম্নচাপের উপর দিয়ে বাংলাদেশ হয়ে ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত রয়েছে। এর ফলে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার ভারী থেকে অতি ভাড়ি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনাতে। আর উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদীয়া এই জায়গাতেই শুধুমাত্র ভারী বৃষ্টি হবে। কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টি কমে আসলেও নদীয়া, মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে হালকা থেকে মাজারের বৃষ্টি কাল। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরের উপকূলের জেলা গুলিতে হাওয়ার গতিবেগ থাকবে 35 থেকে 45 কিলোমিটার। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ও জলপাইগুড়ি ও দার্জিলিঙেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বুধবার পর্যন্ত।বাদবাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টি। যেহেতু মেঘলা আকাশ রয়েছে তাই তাপমাত্রা খুব একটা বাড়বে না। ১৫ তারিখ থেকে আবার দিনের তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়বে। গত ৪৮ ঘন্টা দুর্গাচকের বৃষ্টি হয়েছে ১৮ সেন্টিমিটার, ডায়মন্ড হারবারে ১৬ সেন্টিমিটার, কলকাতার আলিপুর ৭, দমদমে ৯, সল্টলেকে ৮ সেন্টিমিটার। রাজ্যের সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটাই কমেছে।
Topics
Alipore Weather Office Rainfall Temperature Administration Kolkata