কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণের গতি। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০,৯৫৯। মৃত্যু হয়েছে ৩৭ জনের।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৭,৩৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ১০,৯৫৯টিতে সংক্রমণ পাওয়া গিয়েছে। কলকাতায় সংক্রমণ ১,৭৫৯। উত্তর ২৪ পরগনায় ১,৭৪৭, দক্ষিণ ২৪ পরগনায় ৭৫০।
এদিন সুস্থ হয়েছেন ১৭,৮১৫ জন। যার ফলে ৬,৮৯৩টি অ্যাক্টিভ কেস কমেছে। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ১.৪৫ লক্ষ।এদিন রাজ্যে সংক্রমণের হার ছিল ১৬.২৭ শতাংশ। যা বুধবারের থেকে সামান্য কম।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata