Home জীবনধারাস্বাস্থ্য রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৮১৭ জন,মৃত্যু ২৬

রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৮১৭ জন,মৃত্যু ২৬

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৮১৭ জন,মৃত্যু হয়েছে ২৬জনের ।গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ১৩৮১। মোট ছাড়া পেয়েছে ১৯ লক্ষ ৭৩ হাজার ২০৭ জন। সুস্থতার পরিমাণ ৯৮.২২ শতাংশ। মৃত্যুর হার ১.০৪ শতাংশ।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

স্বাস্থ্য বুলেটিন অনুসারে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫জন। রাজ্যের মধ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। এরপরই উত্তর ২৪ পরগনার স্থান। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৩জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩০জন, হুগলিতে ৩৯জন। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে জলপাইগুড়ি জেলা। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০জন। এরপরই আলিপুরদুয়ারে আক্রান্ত ৩৭জন ও দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছেন ৩২জন। তবে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ।

আরও পড়ুনঃ ছোটদের ক্লাস খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ,জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে মৃত্যুর নিরিখে সবথেকে এগিয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃতের সংখ্যা ৫জন। কলকাতায় মারা গিয়েছেন ৪জন। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যুর সংখ্যা ৩জন। উত্তরের জেলাগুলির মধ্যে মৃত্যুর নিরিখেও শীর্ষে জলপাইগুড়ি। এখানে মৃত্যুর সংখ্যা ৩জনের।

Topics

Bengal Covid19 Vaccine  Health Kolkata

Related Articles