কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে দৈনিক সংক্রমণ ২৩ হাজার ৪৬৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬ জন করোনা রোগীর। কলকাতায় এক দিনে সংক্রমিত ৬ হাজার ৭৬৮ জন। মৃত্যু ৬ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণের হার ৩২.১৩ শতাংশ।
আরও পড়ুনঃ ’করোনাকালে গঙ্গাসাগরের মত উৎসব যথাসম্ভব ভাবে সম্পন্ন করা একটা বড় চ্যালেঞ্জ,’ফিরহাদ হাকিমের
এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৮.৪১.০৫২ জন। এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৩৯ জন। গত একদিনে করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের, যা অত্যন্ত মর্মান্তিক খবর। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১.৩১.৫৫৩ জন। সুস্থতার হার ৯১.৭৭ শতাংশ, মৃত্যুর হার ১.০৯ শতাংশ।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ০৪৩ জনের। তার মধ্যে ২৩ হাজার ৪৬৭ জন পজিটিভ। রাজ্যের সর্বোচ্চ সংক্রমণ ফের কলকাতায়, এদিন আক্রান্ত হয়েছেন ৬.৭৬৮ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ৬ জনের। অন্য জেলাগুলিরও পরিস্থিতি বেশ ভয়ঙ্কর। কলকাতার পরেই করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত ৪৭২৮ জন। রাজ্যের অন্য সমস্ত জেলাতেই সংক্রমণের হার ও সংখ্যা অনেকটাই বেড়েছে।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata