Home সংবাদ লালকেল্লায় তাণ্ডবের ‘মূলচক্রী’ দীপ সিধুকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

লালকেল্লায় তাণ্ডবের ‘মূলচক্রী’ দীপ সিধুকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

by Kolkata Today

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি: লালকেল্লায় তাণ্ডবের মূল অভিযুক্ত দীপ সিধুকে মঙ্গলবার গ্রেফতার করল দিল্লি পুলিশ। ২৬ জানুয়ারি দিল্লির ট্র্যাকটর র‍্যালিতে হিংসাত্মক ঘটনায় অন্যতম মূল অভিযুক্তকে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এদিন গ্রেফতার করে। তাঁর নামে ১ লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা করেছিল পুলিশ।

দিল্লিতে বিশৃঙ্খলার জেরে আগেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ৷ বহু চেষ্টা করেও এতদিন তার নাগাল পায়নি পুলিশ৷ এমনকি দিল্লি পুলিশের তরফে ঘোষণা ছিল দীপ সিধুর খোঁজ দিলে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার মিলবে।

২৬ জানুয়ারি কৃষক নেতাদের একাংশের উস্কানিমূলক আচরণের জেরেই আন্দোলন হিংসাত্মক রূপ নেয় বলে দাবি পুলিশের। প্রজাতন্ত্র দিবসে মিছিল করতে করতে হঠাৎই লালকেল্লায় ঢুকে পড়েন কৃষকরা। লালকেল্লায় উঠে ধর্মীয় পতাকা টাঙানোর সময় সেখানে উপস্থিত ছিলেন দীপ সিধু, এমনই দাবি পুলিশের। তিনিই কৃষকদের লালকেল্লার দিকে যেতে উদ্বুদ্ধ করেছিলেন বলে দাবি পুলিশের।

তারপর থেকেই দীপ সিধুর বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ধারায় অভিযোগ আনে পুলিশ। শুরু হয় তদন্ত। দীপ সিধুর খোঁজে দিল্লি-সহ লাগোয়া রাজ্যগুলিতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।

তবে একা দীপ সাধু না। লাল কেল্লায় ধর্মীয় পতাকা উত্তোলনের অভিযোগে যুগরাজ সিংয়ের সম্পর্কে কোনও তথ্য দিলেও এক লাখ টাকার নগদ পুরষ্কার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। এছাড়াও গুরজোট সিং, গুর্জন্ত সিং, জজবীর সিং, বুটা সিং, সুখদেব সিং এবং ইকবাল সিংহের সম্পর্কেও কোনও তথ্য দিলে ৫০,০০০ টাকা পুরষ্কার ঘোষণা হয়েছিল দিল্লি পুলিশের তরফে। এদের সকলের বিরুদ্ধে ওই দিন হিংসাত্মক ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

Related Articles

Leave a Comment