Home সর্বশেষ সংবাদ KK-র মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

KK-র মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

by Soumadeep Bagchi
কলকাতা টুডে ব্যুরো: গায়ক কে কে-র মৃত্যুর ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবিতে মামলা হল। এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
ঘটনার পর প্রায় সপ্তাহ খানেক কেটে গিয়েছে। গত সপ্তাহে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় টানা ২ ঘণ্টার কনসার্টের পর মৃত্যু হয় বলিউডের সঙ্গীতশিল্পী কেকে-র। আর সেই মৃত্যু ঘিরে আগেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার কেকে-র মৃত্যুর ঘটনা গড়াল কলকাতা হাইকোর্টে। শিল্পীর মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল হাইকোর্ট।
কেকে-র মৃত্যুর ঘটনা উল্লেখ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আর্জি জানিয়েছেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। মূলত ওই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। শুধুমাত্র শিল্পীর মৃত্যুর কারণ নয়, ওই দিনের কনসার্ট চলাকালীন নজরুল মঞ্চের পরিবেশ কেমন ছিল, কারা ওই কনসার্টের টাকা দিয়েছিল, সেই সব প্রশ্নের উত্তর জানতে চেয়ে মামলা দায়ের করা হচ্ছে।

Related Articles

Leave a Comment