কলকাতা টুডে ব্যুরো: কংগ্রেসের আই এন টি ইউ সির সেবা দলের পক্ষ থেকে গান্ধীজীর জন্ম জয়ন্তীতে এক অভিনব কর্মসূচির পালন করা হল কলকাতার রাজপথে সশরীরে গান্ধীজী হাঁটছেন! এমনি দৃশ্য দেখা গেল শনিবার সকাল থেকে। বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে তাদের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। গান্ধীজী আজ যদি বেঁচে থাকতেন ভারতবর্ষের এই চরম দুর্দশা সঙ্গে দুর্দিন চলছে সেটা কি নিজের চোখে দেখতে পারতেন না! শনিবার তাদের কর্মসূচির মাধ্যমে এই মন্তব্য করলেন সদস্যরা। নরেন্দ্র মোদি ব্রিটিশ আইনকে ভুলতে পারছে না তারি প্রতিফলন দেখা যাচ্ছে এই মোদি সরকারের আমলে সেই ব্রিটিশের পদধ্বনি আইন এখন দেখা যাচ্ছে মোদি সরকারের আমলে একের পর এক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে বলে মন্তব্য করলেন তারা! নিজস্ব যে পিএম কেয়ার ফান্ড ও আরটিআই আছে সেটা জানতে পারবেন সাধারণ মানুষ কেন! সেই কারণে গান্ধীজীর জন্মজয়ন্তীতে তার আদর্শকে সামনে দেশীয় রাজ্য কে এগিয়ে নিয়ে রেখে এগিয়ে চলার অঙ্গীকারবদ্ধ তারা বলে জানালেন কর্মীরা!
Topics
Mahatma Gandhi Congress Birth Anniversary Celebration Administration Kolkata