কলকাতা টুডে ব্যুরো:কাঁথি পৌরসভায় ২১টি আসনের মধ্যে ১৭টি আসনে জয়ী তৃনমূল। বিজেপি ৩ এবং নির্দল জিতেছে ১ আসনে।
অন্যদিকে বহরমপুর পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। বহরমপুর পৌরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ৬টি ওয়ার্ডে জিতেছে কংগ্রেস। ২৫ নম্বর ওয়ার্ডে হেরে গেলেন বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র।
শুভেন্দু অধিকারী বিজেপি-তে যাওয়ায় বিধানসভা নির্বাচনে জয়যাত্রা ধাক্কা খায়নি তৃণমূলের। এ বার অধিকারী পরিবারের হাত থেকে কার্যতই পুনর্জীবন পেল জোড়াফুল শিবির। অধিকারী পরিবারের দাপট কাটিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভা দখল করল তারা । অর্থাৎ অধিকারী পরিবারের কোনও সদস্য ছাড়াই এ বার কাঁথি পুরসভা নিজের মতো করে পরিচালনা করতে পারবে তৃণমূল। এ দিন কাঁথি পুরসভার অন্তর্গত ১৭টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে তিনটি ওয়ার্ডে। একটি ওয়ার্ডে অন্যান্য়রা।
বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু বিজেপি-তে যাওয়ার পর একে একে তাঁর পরিবারে জ্যেষ্ঠ্য-কনিষ্ঠ একে একে সব সদস্যই গেরুয়া শিবিরে ভিড়তে শুরু করেন। বিধানসভা নির্বাচনে বিজেপি হারলেও, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বল্প ব্য়বধানে হারিয়ে মুখরক্ষা করেন শুভেন্দু। রাজ্যে বিরোধী দলনেতা হিসেবেও জায়গা পান। কিন্তু শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার বহমান থাকলেও, গত এক বছরে তাঁর পরিবারের বাকি সদস্যরা বাংলার রাজনীতিতে একেবারে পিছনের সারিতে চলে গিয়েছেন।
Topics
Municipal Election BJP TMC Administration Kolkata