Home সংবাদসিটি টকস ‘পোস্টার লাগাতে গিয়ে হিটলার রানীর পুলিশ দ্বারা অত্যাচারিত ও গ্রেফতার হলাম,’বললেন Sukanta

‘পোস্টার লাগাতে গিয়ে হিটলার রানীর পুলিশ দ্বারা অত্যাচারিত ও গ্রেফতার হলাম,’বললেন Sukanta

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার শহরে। মিছিল থেকে আটক করা হয় সুকান্ত মজুমদারকে। BJPর প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার হাজরা মোড়ে,আটক করা হয় Sukanta Majumder-কে ।

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে আন্দোলনের ডাক দিয়েছিল বিজেপি। সেই আন্দোলনের কর্মসূচি অনুযায়ী দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে শনিবার হাজরা মোড়ে চোর ধরো জেল ভরো কর্মসূচির ডাক দেওয়া হয়। সূত্রের খবর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদেরও। সুকান্ত মজুমদারকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় লাল বাজারে।

কর্মসূচি শুরু হওয়ার অনেক আগেই বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেন হাজরা মোড়ে। “চোর ধরো, জেল ভরো” বিক্ষোভ শুরু হতেই আটক করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। সুকান্ত মজুমদারের গাড়ি হাজরাতে এসে পৌঁছতেই গাড়ি ঘিরে ধরে কলকাতা পুলিশ। চোর ধরো জেল ভরো লেখা পোস্টার নিয়ে সুকান্ত মজুমদার বিক্ষোভ দেখাতে শুরু করলেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। অত্যাচারের শিকার হলাম ও গ্রেফতার হলাম।পোস্টার লাগানো এই রাজ্যে অপরাধ? পুলিশ প্রশাসন দলদাসে পরিণত! ধিক্কার! “তিনি বলেন তাকে রীতিমতো শারীরিক নিগ্রহ করা হয়েছে শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন তিনি বলেও দাবি করেন সংবাদ মাধ্যমের সামনে।সুকান্তর অভিযোখ,”আমি আজ পোস্টার লাগাতে গিয়ে হিটলার রানীর পুলিশ দ্বারা অত্যাচারের শিকার হলাম ও গ্রেফতার হলাম।পোস্টার লাগানো এই রাজ্যে অপরাধ? পুলিশ প্রশাসন দলদাসে পরিণত! ধিক্কার!”

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে আন্দোলনের ডাক দিয়েছিল বিজেপি।

সেই আন্দোলনের কর্মসূচি অনুযায়ী দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে শনিবার হাজরা মোড়ে চোর ধরো জেল ভরো কর্মসূচির ডাক দেওয়া হয়। সূত্রের খবর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদেরও। সুকান্ত মজুমদারকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় লাল বাজারে।

কর্মসূচি শুরু হওয়ার অনেক আগেই বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেন হাজরা মোড়ে। “চোর ধরো, জেল ভরো” বিক্ষোভ শুরু হতেই আটক করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। সুকান্ত মজুমদারের গাড়ি হাজরাতে এসে পৌঁছতেই গাড়ি ঘিরে ধরে কলকাতা পুলিশ। চোর ধরো জেল ভরো লেখা পোস্টার নিয়ে সুকান্ত মজুমদার বিক্ষোভ দেখাতে শুরু করলেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।

Topics

Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment