কলকাতা টুডে ব্যুরো:সব্যসাচীর পর বিধাননগর পুরভোটে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কৃষ্ণা চক্রবর্তী।২৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন কৃষ্ণা। সব্যসাচী দল ছাড়ার পর কৃষ্ণাকেই বিধাননগরের মেয়র পথএ বসান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালের পুরভোটে কৃষ্ণা ও সব্যসাচী দুজনেই জয় পাওয়ায় কে হবে বিধাননগরের এবারের মেয়র সেই প্রশ্ন দলের অন্দরে উঠতে শুরু করেছে। কৃষ্ণ চক্রবর্তী বলেন, “মানুষের সেবা করাই মূল লক্ষ্য। দল যা বলবে, তাই করব।”
বিধাননগরে ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে লড়েছিলেন কৃষ্ণা। ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূলপ্রার্থী ছিলেন আর এক প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। দু’জনেই জিতেছেন। স্বভাবতই জল্পনা তৈরি হয়েছে, এ বার বিধাননগরের মেয়র হবেন কে?
Topics
Krishna Chakraborty BJP TMC Administration Kolkata