কলকাতা টুডে ব্যুরো:নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত হন।
নির্বাচন কমিশন স্বীকৃত রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে বৈঠকে উপস্থিত হবার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মত সব দলের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন,” কলকাতার নির্বাচনে যেমন বিজেপি প্রার্থীদেরকে হুমকি দেওয়া হয়েছে, গতকাল বিধাননগরে প্রচার করতে গিয়ে বাধা দেওয়া হয়েছে বিজেপিকে, প্রচুর মহিলাকে প্রচার করতে দেওয়া হয়নি, আক্রমণের ভয় দেখানো হচ্ছে, আপত্তিকর ভাষায় হুমকি দেয়া হচ্ছে, বিজেপির পার্টি অফিসে ঢুকে তছনছ করে দেওয়া হয়েছে, মহিলা কার্যকর্তাদের গায়ে হাত পর্যন্ত পড়েছে, এই অবস্থা তাঁরা তুলে ধরেছেন।
শিশির বাজোরিয়া জানালেন, তাঁরা ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান। তবে, রাজ্য নির্বাচন কমিশন ভরসা রাখছে রাজ্য পুলিশের উপরে। শিশির বাজারিয়া আরও জানালেন, বাইরের লোকদের ভোটের সময় এলাকা ছেড়ে যেতে হয়, কিন্তু রাজ্যে নির্বাচন কমিশন যে নোটিশ জারি করে, তাতে এসব বিষয় উল্লেখ করা হয় না। এই বিষয়টি তুলে ধরেছেন তাঁরা। গতকাল বিধান নগরে তাঁদের কার্যালয়ে হামলার সময়ে পুলিশ নীরব দর্শক হয়েছিল।
এ দিকে বৈঠকে বামেরা জানিয়েছে, শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে যা যা পদক্ষেপ করা উচিত, তা যেন করে কমিশন। পাশাপাশি দু’টি পুরভোটের গণনা এক সঙ্গে করার দাবি তুলেছেন তাঁরা।
বিরোধীদের দাবি, ২৭ ফেব্রুয়ারির পুরভোটের পর এক সঙ্গেই ফল ঘোষণা হোক। তাদের যুক্তি, বিধানসভা ভোটে সাত দফায় ভোট হলেও ফল ঘোষণা হয়েছে একইদিনে। পুরভোটে তার অন্যথা হবে কেন?
Topics
SEC Congress CPM BJP TMC Administration Kolkata