কলকাতা টুডে ব্যুরো: স্কুল খোলার দাবি নিয়ে শনিবার অভিভাবক সংগঠন ইউনাইটেড গার্জিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোভিড বিধি মেনে ধর্মতলা লেনিন সরণির সামনে যানবাহন চলাচল বন্ধ করে প্রতিবাদ করা হয়। শহর এবং শহরতলীর সরকারি ও বেসরকারি স্কুলের অভিভাবকরা এই প্রতিবাদে সামিল হন।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
অভিভাবকদের অভিযোগ গত 22 মাস ধরে স্কুল বন্ধ রয়েছে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তারা যথেষ্ট চিন্তিত বলেও জানান। প্রতিবাদকারীরা বলেন অনলাইন ক্লাস স্কুলের বিকল্প হতে পারে না। অভিভাবকরা জানান বিশিষ্টজনেরা এবং বিশেষজ্ঞরা বলছেন করোনার এই পরিস্থিতিতে নিয়ম বিধি মেনে স্কুল অনায়াসে খোলা যায় তাহলে কেন স্কুল খোলার বিষয় নিয়ে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না সে প্রশ্ন তারা তোলেন। এমন সময় স্কুলের বদলে পাড়ায় পাড়ায় পাঠশালা খোলার সিদ্ধান্ত তারা যথেষ্টই অবাক বলেও জানিয়েছেন।
প্রতিবাদকারী অভিভাবকরা প্রশ্ন তোলেন সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের একসঙ্গে পরানো কিভাবে সম্ভব। সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এই অভিভাবকরা।
Topics
Protest Schools Students Education Administration Kolkata