Home ভিডিও স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে রণক্ষেত্র কলকাতা বিশ্ববিদ্যালয়

স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে রণক্ষেত্র কলকাতা বিশ্ববিদ্যালয়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত শিক্ষাঙ্গন। আবারও ঘটনাস্থল কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধির দাবিতে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের গাড়ি আটকে দেখানো হয় বিক্ষোভও। সোমবার সকালে উত্তেজনা ছড়ায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। ছাত্রছাত্রীদের অভিযোগ, স্নাতকে ভোলা ফল করেও ভর্তি হতে পারছেন না অনেকে।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। এর আগেও ছাত্রছাত্রীরা এই দাবি নিয়ে উপাচার্য সোনালি চক্রবর্তীর সঙ্গে দেখা করেছিলেন। ছাত্রছাত্রীদের বক্তব্য, উপাচার্য সেসময় তাঁদের আসন বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। তারপরও কেন প্রকৃতপক্ষে আসন বৃদ্ধি হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রছাত্রীরা।

আরও পড়ুনঃ ‘নেতাজি ভক্তি তৃণমূলের পুরোটাই নাটক,’ কটাক্ষ দিলীপের

ছাত্রছাত্রীদের দাবি, অনলাইনে পরীক্ষা হওয়ার কারণে, প্রায় অনেকেই বেশি বেশি নম্বর নিয়ে পাশ করছে। কিন্তু তাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াদের। স্নাতকোত্তরে আসন সংখ্যা কম থাকায় রীতিমত বিপদে পড়েছে তাঁরা। তাই ফের একবার স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবি বিক্ষোভের ডাক দেয় তাঁরা।

আরও পড়ুনঃ বঙ্গ বিজেপিতে ফের বড় ধাক্কা, বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত

উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথাও বলার চেষ্টা করেন পড়ুয়ারা। তবে উপাচার্য পড়ুয়াদের কথাবার্তায় কান দেননি বলেই অভিযোগ। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য। সেই সময় গাড়িও ঘেরাও করেন পড়ুয়ারা।
এদিন উপাচর্যের গাড়ি বেরোতেই বিক্ষোভকারী
কয়েকজন ছাত্রছাত্রী গাড়ির সামনে বসে পড়েন। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে এদিন হিমশিম দশা হয় পুলিশের।

 

Topics

University Protest Agitation Students Education  Kolkata

Related Articles

Leave a Comment