Home বিনোদন ৭৩ তম সাধারণতন্ত্র দিবস, দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানালেন বি-টাউনের সেলেবরা

৭৩ তম সাধারণতন্ত্র দিবস, দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানালেন বি-টাউনের সেলেবরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:দেশব্যাপী পালিত হচ্ছে ৭৩ তম সাধারণতন্ত্র দিবস ৷ সকাল থেকেই সেজে উঠেছে দিল্লি থেকে কলকাতা ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছে বিনোদন জগতও ।

নিজের অনুরাগীদের উদ্দেশ্যে তেরঙা পতাকা ছবি শেয়ার করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান বিগ বি ৷ তিনি লেখেন, “সকলকে সাধারণতন্ত্র দিবসের অনেক অনেক শুভকামনা ৷”

 

একইভাবে ইনস্টা স্টোরিতে “শুভ সাধারণতন্ত্র দিবস, জয়হিন্দ ৷” লিখে সকলকে শুভেচ্ছা জানান ক্যাটরিনা কাইফও ৷

তারিখ উল্লেখ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করিনা লেখেন, “শুভ সাধারণতন্ত্র দিবস 26.01.22, জয়হিন্দ ৷”

বলি অভিনেত্রী তাপসী পান্নু  প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইটারে লেখেন, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। হ্যাপি রিপাবলিক ডে টু দ্য পিপল অফ ইন্ডিয়া।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে নেতাজির একটি ভিডিও পোস্ট করেছেন। আইএনএ-র সৈন্যদের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলঠছে জন গণ মন অধিনায়ক। এই  ভিডিও পোস্ট করেই কঙ্গনা লেখেন আমাদের জাতীয় সঙ্গীত।

https://www.instagram.com/tv/CZJSFJ0o4FR/?utm_medium=copy_link

 

অজয় দেবগণও সকলকে   প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

Topics

India  Republic Day  Bollywood Celebrity Entertainment Kolkata

Related Articles

Leave a Comment