সেনা বাহিনীতে অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠল প্রায় গোটা দেশ। বৃহস্পতিবার সকাল থেকে বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ একাধিক রাজ্যে যুবকরা এই প্রকল্পের প্রতিবাদে পথে নেমে পড়েছেন।
এই প্রকল্পের আওতায় চার বছরের জন্য ‘অগ্নিবীর’-দের নিয়োগ করা হবে। তাঁদের বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছর। এই প্রকল্পের জন্য প্রত্যেক বছর ৪০ থেকে ৪৫ হাজার যুবককে স্বল্প সময়ের জন্য নিয়োগ করা হবে। তাঁদের ছয় মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। চার বছর পর্যন্ত তাঁদের কাজের মেয়াদ। এই ‘অগ্নিবীর’-দের থেকে ২৫ শতাংশকে স্থায়ী ক্যাডারে নিযুক্ত করা হবে।
আরও পড়ুনঃ প্রাথমিক TET দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ রাজ্য
এই ঘোষণার পরেই উত্তপ্ত হয় বিহার। যুব সম্প্রদায়ের একাংশের ক্ষোভ, সেনা কর্মীরা যে পেনশন সম্পর্কিত সুবিধা পান তা যাতে না দিতে হয় সেজন্য এই প্রকল্প এনেছে কেন্দ্র। অবিলম্বে এই প্রকল্প প্রত্যাহারের দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিহার। সংশ্লিষ্ট রাজ্যের গয়া, পটনা, বক্সার সহ একাধিক জেলাতে চলছে বিক্ষোভ।
প্রতিবাদে বিহারের জায়গায় জায়গায় রেল, ট্রেন অবরোধ করে তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিক্ষোভ স্থলগুলিতে। রেল, বাস, জাতীয় সড়ক অবরোধের জন্য বিপর্যস্ত জনজীবন।