কলকাতা টুডে ব্যুরো:অবশেষে কাটল জট।বুধবার বিধায়ক হিসাবে শপথ নিতে চলেছেন বাবুল সুপ্রিয়। কয়েকদিন আগেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে জিতেছিলেন তিনি। কিন্তু তাঁর শপথ গ্রহণ নিয়ে একপ্রকার জটিলতা তৈরি হয়। রাজ্যপাল শপথ বাক্য পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকাপ আশিষ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। এক বাংলার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার বেলা ১২টার দিকে বিধানসভা ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়র শপথবাক্য পাঠ করাবেন।
বাবুলের শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছিল রাজ্যপালের নির্দেশকে কেন্দ্র করে। এতদিন রাজ্য ও রাজ্যপাল কেউ একচুলও সরেননি তাদের অবস্থান থেকে। ফলে ১৬ এপ্রিল ফল প্রকাশ হলেও এতদিন বাবুলের শপথ গ্রহণ আটকে ছিল। রাজ্যপালকে সহানুভূতির সঙ্গে বিবেচনার আর্জি জানিয়েও লাভ হয়নি। শেষে স্পিকারের অনুরোধে ডেপুটি স্পিকার রাজি হওয়ায় বাবুলের শপথ গ্রহণ অবশেষে হচ্ছে বুধবার।
আরও পড়ুন:Mamata Banerjee:বাংলা আকাডেমির পুরস্কার নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
বিধানসভায় নির্বাচিত হওয়ার ২৪ দিন পর বাবুল সুপ্রিয় শপথ নেবেন। বুধবার বাবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বিধানসভায়। গত মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেচিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। নিস্ফলা বৈঠকের পর রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডেপুটি স্পিকার প্রস্তাব ফেরালেই রাজ্যপালকে নতুন করে চিঠি লেখা হবে। রাজ্যপালকে অনুরোধ করা হবে বিষয়টি আরও একবার সহানুভূতির সঙ্গে বিবেচনার করার জন্য।