নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি: আজ শুক্রবার বিকেল সাড়ে চারটেয় পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে এখবর জানা গিয়েছে। ওই সময় বিজ্ঞানভবনে সাংবাদিক সম্মেলন ডেকেছে কমিশন।
উল্লেখ্য, আগামী জুন মাসের মধ্যে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও আছে কেরল, অসম, তামিলনাড়ু ও পদুচেরি। সূত্রের খবর, এবার পশ্চিমবঙ্গে ৭-৯ দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হবে আদর্শ আচরণবিধি।
করোনা আবহে বাড়ানো হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র ও বুথের সংখ্যা। এছাড়াও নিরাপত্তাতেও বিশেষ জোর দিচ্ছেন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে এসেছে কয়েক কম্পানি কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর, ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন জানিয়েছেন, রাজ্যে শান্তিতে ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ভোট কর্মীদের বিরুদ্ধে। কেউ ভোট দিতে না পারলে প্রয়োজনে কমিশনের দফতরে নিয়ে ভোটের ব্যবস্থা করা হতে পারে।