কলকাতা টুডে ব্যুরো:শনিবার থেকেই বদলাতে পারে আবহাওয়া, এমন পূর্বাভাস আগেই দেওয়া হয় হাওয়া অফিসের তরফে। সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতাতেও ঝড়ের পূর্বাভাস থাকলেও ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে কলকাতায়।
আর এর জেরেই সামান্য কমেছে তাপমাত্রা। যার জেরে কিছুটা হলেও সকাল থেকে একটা স্বস্তির পরিবেশ রয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুব একটা পাওয়া যাবে না বলেই পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ অভিষেকের জন্মদিনে কি লিখলেন স্ত্রী সংযুক্তা ?
শনিবারও রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার বীরভূম এবং বাঁকুড়াতে ঝড়–বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ, নদিয়াতেও। শনিবারও রাজ্যের একাধিক জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে হতে পারে ঝড়ও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর বদলাতে পারে আবহাওয়া।