কলকাতা টুডে ব্যুরো:ভাটপাড়া, জগদ্দলের পর, নরেন্দ্রপুরে চলল গুলি। থানার কাছেই লস্করপুরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু। ঘর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের।
রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃতের নাম ভোলা দাস। পরিবার সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ গুলিবিদ্ধ অবস্থায় ভোলাকে পড়ে থাকতে দেখেন তাঁর ভাইপো। তাঁর পায়ে গুলির ক্ষত ছিল।
আরও পড়ুনঃ মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ করা বঞ্চিত প্রার্থী মঞ্চে বিকাশ-সজল
হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।