‘ভুলভুলাইয়া ৩’
আসছে ‘ভুলভুলাইয়া ৩’ । আর সেই ছবিতেই এবার দেখা যাবে ত্রিপ্তি ডিমরিকে। আর তার আভাস দিলেন কার্তিক আরিয়ান।
সকাল থেকেই সোশাল মিডিয়ায় কার্তিক আরিয়ান একাধিক পোস্ট ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। তাঁর পোস্টে ছিল এক অভিনেত্রীর অস্পষ্ট ছবি। আর সেই ছবি দিয়ে কার্তিক ইঙ্গিত দিয়েছিলেন, ‘ভুলভুলাইয়া ৩’ ছবির নায়িকা হবেন কে?
অবশেষে সেই তথ্যর পর্দা ফাঁস। নতুন পোস্টে কার্তিক জানিয়ে দিলেন , ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কিয়ারার পরিবর্তে এন্ট্রি নিচ্ছেন তৃপ্তি দিমরি।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া।’ যেখানে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভূতুড়ে’ রোগ সারাতে অট্টালিকায় হাজির হয়েছিলেন তিনি। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় মন কেড়েছিল দর্শকদের। স্বাভাবিকভাবেই তাই এর সিক্যুয়েল নিয়েও উত্তেজনার পারদ চড়তে শুরু হয়েছে।
উল্লেখ্য তৃপ্তি ডিমড়িকে আমরা সকলেই একাধিক ওয়েব সিরিজে পেয়েছি আর তারপরেই রনবীর কাপুরের বিপরীতে তাকে পেয়ে অনেকেরই ক্রাশ হয়ে উঠেছিল তৃপ্তি। আর এবার সেভাবেই আরও একবার তৃপ্তিকে দর্শক পেতে চলেছে তাও আবার কার্তিকের বিপরীতে।এখন দেখার দর্শকের জন্যে কোন চমক অপেক্ষা করছে।